31 Jul 2025
Subject: ২য় সেমিস্টার পরীক্ষার সাজেশন শীট প্রদান নোটিশ
<p>আসসালামু আলাইকুম</p><p>উদয় ইসলামিক মডেল স্কুলের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, অদ্য ৩১ জুলাই রোজ বৃহস্পতিবার চলতি শিক্ষা বর্ষের <b>২য় সেমিস্টার পরীক্ষার সাজেশন শীট</b> প্রদান করা হবে ইনশাআল্লাহ।
বালক শাখার সাজেশন বালক শাখা থেকে প্রদান করা হবে।
বালিকা শাখার সাজেশন ৪র্থ তলা বালিকা শাখা থেকে প্রদান করা হবে।</p><p>অতএব, সম্মানিত অভিভাবকগণ উল্লেখিত শ্রেণির সাজেশন শীট সংরক্ষণ করে পরবর্তী ক্লাস, পরীক্ষা এবং পড়ালেখার মান উন্নয়নে নিজ সন্তানের প্রতি অনুগ্রহ ও যথাযথ দায়িত্ব পালন করার জন্য বিনীত অনুরোধ করছি।</p><p>৩১ জুলাই সাজেশন শীট পাবেঃ
নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত।</p><p>২০ আগস্ট সাজেশন শীট পাবেঃ
চতুর্থ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত।</p><p><span style="font-size: 0.9vw;">অনুরোধক্রমে</span></p><p><span style="font-size: 0.9vw;">ফয়জুল্লাহ মাসুম</span></p><p><span style="font-size: 0.9vw;">প্রিন্সিপাল
উদয় ইসলামিক মডেল স্কুল</span></p>