Update
ড্রয়িং প্রতিযোগিতা
28 Oct 2025
Subject: ড্রয়িং প্রতিযোগিতা

আসসালামু আলাইকুম। উদয় ইসলামিক মডেল স্কুলের সম্মানিত অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত আনন্দঘন সংবাদ! আসছে ২৯ অক্টোবর, বুধবার, পেট্রা কোম্পানি আয়োজিত এক বিশেষ ড্রয়িং প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে আমাদের স্কুলের শিক্ষার্থীরা। এই প্রতিযোগিতায় যাঁরা চমৎকার আঁকবে, তাঁদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার! ইনশাআল্লাহ। ড্রয়িং বিষয়সমূহ (Class অনুযায়ী): নার্সারি ও কেজি: ছাতা ১ম ও ২য় শ্রেণি: ঘর ৩য় থেকে ৭ম শ্রেণি: প্রাকৃতিক দৃশ্য সময়সূচি: শুরু: সকাল ১০:০০টা আমরা আশা করি, সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকগণ সক্রিয়ভাবে এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করার পর্যাপ্ত প্রস্তুতি নিবেন ও প্রোগ্রামকে সফল করবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও আমন্ত্রণ!