Update
বার্ষিক পরীক্ষা-২০২৪ প্রসঙ্গে নোটিশ (বালক ও বালিকা শাখা)
02 Nov 2024
Subject: বার্ষিক পরীক্ষা-২০২৪ প্রসঙ্গে নোটিশ (বালক ও বালিকা শাখা)

মুহতারাম/মুহতারামা, আসসালামু আলাইকুম। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৫/১২/২০২৪ইং রোজ বৃহস্পতিবার থেকে বার্ষিক পরীক্ষা-২০২৪ অনু্ষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাই আগামী ০১/১২/২০২৪ইং তারিখের মধ্যে আপনার যাবতীয় প্রদেয় ফি পরিশোধ করে স্বস্ব শ্রেণি ও শিক্ষার্থীর প্রবেশপত্র সংগ্রহ করার জন্য আহবান করা হল। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যঃ ১। সাজেশন প্রদানঃ ১০/১১/২০২৪ইং, রোজ রবিবার। ২। পরীক্ষা শুরুঃ ০৫/১২/২০২৪ইং, রোজ বৃহস্পতিবার এবং পরীক্ষা সমাপ্তিঃ ১৪/১২/২০২৪ইং, রোজ শনিবার । ৩। পরীক্ষার সময়সূচী প্রকাশঃ ২৫/১১/২০২৪ইং, রোজ সোমবার। ৪। প্রবেশপত্র বিতরণ ও সংগ্রহঃ ০১/১২/২০২৪ইং, রোজ রবিবার। ৫। পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশঃ ১৬/১২/২০২৪ইং, রোজ সোমবার। ৬। শ্রেণিভিত্তিক ধার্যকৃত পরীক্ষার ফি নিম্নরূপ- শ্রেণি ফি শিশু/নূরানী-ক ৩০০/- প্রথম/নূরানী-খ ৩০০/- দ্বিতীয়/নাজেরা ৪০০/- তৃতীয়/প্রি-হিফজ ৫০০/- চতুর্থ/হিফজ ৫০০/- পঞ্চম/হিফজ ৫০০/- ষষ্ঠ/হিফজ ৫০০/- শুধু হিফয/নাযেরা ২০০/-