19 Jan 2025
Subject: নতুন শিক্ষা বর্ষের মূল ক্লাস কার্যক্রম
<p>আসসালামু আলাইকুম</p><p>
সম্মানিত অভিভাবক অভিভাবিকা, </p><p>আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনাদের প্রিয় প্রতিষ্ঠান উদয় ইসলামিক মডেল স্কুল ২০২৫ শিক্ষা বর্ষের ভর্তি কার্যক্রম প্রায় শেষ দিকে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ২০০ জনের উপরে ভর্তি হয়েছেন। </p><p>পূর্ব সিদ্ধান্ত মোতাবেক নতুন বছরের প্রথম দিন বই বিতরণ করা হয়েছে এরপর থেকে গুরুত্ব সহকারে আরবি বিভাগের ক্লাস গুলোর পাশাপাশি নার্সারি, কে.জি. সহ প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণির ফাউন্ডেশন ক্লাস চলমান আছে। </p><p>এরই মাঝে সকল শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ বই-খাতা কিতাবাদি প্রদান করা হয়েছে। সাবজেক্ট টিচার, ক্লাস টিচার, ক্লাস রুম নির্ধারণ, ক্লাস রুটিন তৈরি সহ পাঠ্য বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করা হয়েছে। সিলেবাস, লেসন প্ল্যান ও আনুষাঙ্গিক অন্যান্য কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
</p><p>এ পর্যায়ে আগামী ২১-১-২০২৫ রোজ মঙ্গলবার থেকে নতুন শিক্ষা বর্ষের নতুন রুটিন অনুযায়ী নতুন বইয়ের নতুন ক্লাস নতুন আঙ্গিকে নতুন ভাবে আরম্ভ হবে ইনশাআল্লাহ </p><p>
অতএব, উদয় পরিবারের সকল অভিভাবকগণের জ্ঞাতার্থে জানাই- এখন থেকে প্রত্যেহ প্রতিনিয়ত আপনার সন্তানের উপস্থিতি নিশ্চিত করে নতুন পাঠ্যক্রমে পরিপূর্ণ রূপে অংশ গ্রহণ করতে আপনার আন্তরিকতা সামগ্রিক ভাবে কামনা করছি। </p><p>
শুভ কামনায়
</p><p>কর্তৃপক্ষ </p>