19 Jan 2025
Subject: ড্রেস কোড গ্রহণ
<p>আসসালামু আলাইকুম </p><p>
সম্মানিত অভিভাবক অভিভাবিকাগণ,
</p><p>আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিষ্ঠানের নির্ধারিত ড্রেস কোড চলতি বছর সম্পূর্ণভাবে অপরিবর্তিত রাখা হয়েছে।
</p><p>উল্লেখ্য যে, আমাদের কতিপয় আন্তরিক গার্ডিয়ান কর্তৃক পূর্বের ড্রেস পরিবর্তনের মতামতকে মূল্যায়ন পূর্বক বহু আলোচনা পর্যালোচনার পর শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং কর্তৃপক্ষ সহ সকলেই একমত পোষণ করতঃ আগের ড্রেস কোড বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। </p><p>
অতএব, সকল অভিভাবকের প্রতি আকুল আবেদন, প্রতিষ্ঠানের নির্ধারিত ড্রেস কোড গ্রহণ করতে আপনার সু-আজ্ঞা আন্তরিক ভাবে কামনা করছি। </p><p>
আবেদনে
</p><p>কর্তৃপক্ষ
</p>