10 Jul 2025
Subject: অর্ধবার্ষিক পরীক্ষা ও ছুটি
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য যানানো যাচ্ছে যে, চলতি শিক্ষাবর্ষ ২০২৫ এর অর্ধবার্ষিক পরীক্ষা আগামী ২১-৭-২০২৫ রোজ সোমবার থেকে আরম্ভ হয়ে ৩১-৭-২০২৫ রোজ বৃহস্পতিবারে শেষ হবে ইনশাল্লাহ। এবং পরীক্ষা পরবর্তী ছুটি ১-৮-২০২৫ রোজ শুক্রবার হতে ৮-৮-২০২৫ রোজ শুক্রবার পর্যন্ত এবং ৯-৮-২০২৫ রোজ শনিবার হতে যথানিয়মে ক্লাসসহ সবকিছু অব্যাহত থাকবে ইনশাল্রাহ
অতএব, সকল শিক্ষার্থীকে এখন থেকে নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে পড়ালেখায় পরিপূর্ণ মনোযোগ দেয়ার জন্য বিশেষ নির্দেশ প্রদান করা হল।
শ্রেণিভিত্তিক ধার্যকৃত পরীক্ষার ফি নিম্নরূপ-
নার্সারী থেকে দ্বিতীয়- ৩০০/-
তৃতীয় থেকে সপ্তম- ৫০০/-
শুধু হিফয/নাযেরা ৩০০/-
আফটার স্কুল মক্তব- ২০০/-
নির্দেশনায়
ফয়জুল্লাহ মাসুম
প্রিন্সিপাল