31 Jul 2025
Subject: অর্ধবার্ষিক পরীক্ষার ছুটি
আসসালামু আলাইকুম
উদয় ইসলামিক মডেল স্কুলের সম্মানিত অভিভাবক ও শিক্ষক মণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থীসহ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলতি শিক্ষা বর্ষের অর্ধবার্ষিক পরীক্ষা ৩১ জুলাই রোজ বৃহস্পতিবার শেষ হবে। একাডেমির ক্যালেন্ডারে উল্লেখিত পরীক্ষা পরবর্তী এক সপ্তাহ অর্থাৎ ১ আগস্ট রোজ শুক্রবার থেকে ৮ আগস্ট রোজ শুক্রবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হল।
আগামী ৯ আগস্ট রোজ শনিবার থেকে ক্লাসসহ সকল কার্যক্রম যথা নিয়মে চলমান থাকবে ইনশাআল্লাহ।
অতএব, খোলার তারিখ শনিবার থেকে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হল।
অর্ধবার্ষিক পরীক্ষার ছুটিতে শিক্ষার্থীদের করণীয়ঃ
# ছুটিতে সকলের সাথে আদব রক্ষা করে চলা। বেয়াদবি হয় এমন কোনো কাজ না করা।
# পাঁচ ওয়াক্ত নামাজ সময়ের মধ্যে আদায় করা।
# প্রতিদিন কুরআন তিলাওয়াত করা।
# বড় ছোট সবাইকে সালাম দেয়া।
# গুরুত্বপূর্ণ সাবজেক্ট গুলো প্রতিদিন কিছু পরিমাণ পাঠ করা।
# প্রতিদিন কিছু কিছু লিখার আমল করা।
# পিতা মাতা ও বড়দের কথা শুনা এবং তাঁদেরকে যথাযথ শ্রদ্ধা করা।
# প্রতিটি কাজ সুন্নত মোতাবেক করা।
# খোলার তারিখে উপস্থিত থাকা।
আল্লাহ পাক সবাইকে তাওফিক দান করুন। আমীন
নির্দেশনায়
ফয়জুল্লাহ মাসুম
প্রিন্সিপাল
উদয় ইসলামিক মডেল স্কুল